বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ২৩ বছর পর পঞ্চগড় জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

পঞ্চগড় প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পরে পঞ্চগড়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় বিএনপি নেতা শহীদ আরেফিনের কবর জিয়ারত করবেন তিনি। এরপরে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপি আয়োজিত বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া মাহফিলে যোগদান করবেন।

এদিকে দীর্ঘদিন পরে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। ইতোমধ্যে পঞ্চগড় চিনিকল মাঠে দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের জন্য মাঠ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ জেলা বিএনপির নেতারা।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জানান, তারেক জিয়ার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।