বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তের কিল-ঘুষিতে আইনজীবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের মারধরে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে এবং পেশায় একজন আইনজীবী ছিলেন।

ভাটারা থানার এসআই মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি ট্রলির ওপর থেকে নাঈম কিবরিয়ার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল দিবাগত রাতে নাঈম কিবরিয়া একটি প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনার পর মোটরসাইকেল থেকে নেমে আসা আরোহীরা প্রাইভেটকারের চালক নাঈম কিবরিয়ার ওপর চড়াও হয়। তারা তাকে কিল ও ঘুষি মারতে শুরু করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্বজনরা খবর পেয়ে আহত অবস্থায় নাঈম কিবরিয়াকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয।

এসআই আরও জানান, নিহতের মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ বের হচ্ছিল। মুখ থেকে নেশা জাতীয় গন্ধ পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব বিষয় সত্ত্বেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।