বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

বিনোদন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তান্না খান, কানিজ আলমাস খান ও ফারজানা রিয়া চৌধুরী (বাম থেকে)। ছবি : ফেসবুক

নব্বই দশকের জনপ্রিয় মডেল ফারজানা রিয়া চৌধুরী আবারও ঢাকায়। দীর্ঘদিন ধরে দেশ ও বিনোদন অঙ্গনের বাইরে থাকা এই পরিচিত মুখ সম্প্রতি স্বল্প সময়ের সফরে বাংলাদেশে এসেছেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। ঢাকায় অবস্থানকালে গত সোমবার সন্ধ্যায় সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড্ডায় অংশ নেন তিনি।

ওই আড্ডায় রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার ঢাকায় আসা উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয় বলে জানান বিপ্লব সাহা।

তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। বর্তমানে বিনোদন জগতের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই তিনি সময় কাটাতে স্বচ্ছন্দ্যবোধ করেন।

প্রসঙ্গত, নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের সেই বিজ্ঞাপন তাকে রাতারাতি পরিচিত করে তোলে। পরবর্তীকালে অভিনয়ে যুক্ত হলেও বিয়ের পর ধীরে ধীরে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন এই তারকা মডেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।