বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেড় যুগ পর বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের মাঝে আনন্দের কমতি ছিল না 

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর গাড়িবহর কার্যালয়ে পৌঁছলে নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাঁকে অভ্যর্থনা জানাতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নামে।

বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন- আমরা আমাদের দেশটাকে নতুন গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এমনি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তখনই সেটাকে আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশটাকে গড়ে তুলি।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় বেলকনিতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এখন সকলকে অনুরোধ করব, দ্রুত রাস্তাটাকে খালি করে দিন, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’

তারেক রহমান বলেন, ‘আজকে এখানে আমাদের কোনো অনুষ্ঠান নেই। আমরা যদি এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু কোনো অনুষ্ঠান নেই। সেজন্য যত দ্রুত সম্ভব আমরা যেন এখান থেকে চলে যাই। ইনশাআল্লাহ কর্মসূচি যখন নেব তখন আপনাদের সামনে বক্তব্য রাখব। সকলে দোয়া করবেন।

এদিকে তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন শুনে দুপুর থেকে নেতাকর্মীদের ঢল নামে নয়াপল্টনে। বিকেল সাড়ে ৩টায় পুরো সড়ক হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশে পরিণত হয়। ব্যাপক মানুষের ভিড় ডিঙিয়ে তারেক রহমান গাড়ি কার্যালয়ের সামনে আনতে নিরাপত্তা কর্মীদের অনেক বেগ পেতে হয়। তাঁর গাড়িবহর নয়াপল্টনের কার্যালয়ের সামনে পৌঁছলে নেতাকর্মীরা মুহুর্মুহু করতালির দিয়ে তাদের নেতাকে শুভেচ্ছা জানায়। তারেক রহমান হাত নেড়ে কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

বেলা ৩টায় রাজধানীর গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে বিকেল ৪টা ৫ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কার্যালয়ের গেটে পৌঁছলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তারেক রহমান দোতলার বেলকনিতে এসে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে কার্যালয়ের দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারে যান তিনি। বিএনপি চেয়ারপারসনের পাশেই এই কক্ষটি নতুনভাবে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য।

অন্যদিকে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।