রাজধানীর ধানমন্ডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে। শুক্রবার বিকালে ধানমন্ডি এলাকায় প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের জন্য এ প্রদর্শনের আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সাক্ষাৎকার প্রচারের আগে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন ব্যারিস্টার অসীম। তিনি বলেন, সাক্ষাৎকারে তারেক রহমান কোথাও বলেননি যে, তিনিই একমাত্র নির্যাতিত। তিনি বলেননি যে, দুঃখ-দুর্দশা শুধু তারই বেশি। বরং তিনি বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মী তার মতোই নির্যাতনের শিকার হয়েছেন। এটাই নেতৃত্বের পরিচয়, এটাই মমত্ববোধ।
তিনি আরও বলেন, তারেক রহমান অনেক কথা বলেছেন, কিন্তু প্রতিহিংসার কথা বলেননি। তিনি বিচারের কথা বলেছেন, কারণ বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফার মধ্যেও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে যারা অপকর্ম করেছে, তাদের বিচার হবেই।
ব্যারিস্টার অসীম বলেন, বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান অত্যন্ত সুন্দরভাবে বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। মাঠ পর্যায় থেকে আমরা তার বক্তব্যের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ এটিকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করছে ও প্রশংসা করছে। তাই স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে বড় পর্দায় এই সাক্ষাৎকার প্রচার করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
