বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরে বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে কোহলি

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিরাট কোহলি। ছবিঃ সংগৃহীত

ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছেন তার উত্তরসূরী বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে বিরাট কোহলি এক অনন্য বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি বড় রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন মাত্র ২৫ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলি আর সামান্য দূরত্বে রয়েছেন। এই রান পূর্ণ করতে পারলেই তিনি হবেন বিশ্বের দ্রুততম ক্রিকেটার যিনি এই কীর্তি গড়বেন। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন কেবল শচীন টেন্ডুলকার এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। শচীন ৬৪৪ ইনিংসে এবং সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে এই উচ্চতায় পৌঁছেছিলেন। সেখানে কোহলি মাত্র ৬২৩ ইনিংসেই ২৭ হাজার ৯৭৫ রান সংগ্রহ করে ফেলেছেন। ফলে ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের শুরুতেই তিনি শচীনকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। দিল্লির হয়ে শেষ দুটি ম্যাচে তিনি ১৩১ এবং ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। এই পথেই তিনি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দ্রুততম ব্যাটার হিসেবে ১৬ হাজার লিস্ট-এ রান করার গৌরব অর্জন করেছেন। যেখানে শচীন ৩৯১ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন, কোহলি সেখানে মাত্র ৩৩০ ইনিংসেই তা পূর্ণ করেন। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় ওয়ানডে দল ৮ জানুয়ারির মধ্যে ভাদোদরায় একত্রিত হবে। তবে বাড়তি অনুশীলনের জন্য কোহলি একদিন আগেই সেখানে পৌঁছে যেতে পারেন বলে জানা গেছে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ঘিরেই এখন ভক্তদের সব উত্তেজনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।