শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে আওয়ামী লীগ কর্মীদের পূর্ণবাসন অনুষ্ঠান:স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া

মৌলভীবাজার জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় গোবিন্দপুর বাজারের ফয়ছাল কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ কর্মীদের পূর্ণবাসন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আশরাফ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মেদলা ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. জমশেদ মিয়া-এর যৌথ পরিচালনায় এ পূর্ণবাসন আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ–সংলগ্ন কয়েকজন ব্যক্তি ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মেদলা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জমশেদ মিয়া। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

অভিযোগ: ‘বিএনপির ভিতরে অস্বস্তি, ইউনিয়ন বিএনপির ভেতরে এই পূর্ণবাসন অনুষ্ঠানকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন আহমদের বড় ভাই স্থানীয় জামায়াতের ইউনিয়ন আমির এবং ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এই পারিবারিক সম্পর্কের কারণেই আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে তিনি বিএনপিতে পূর্ণবাসনে ভূমিকা রেখেছেন।”

তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি সিআইপি এম এ রহিম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. গৌছউদ্দীন নিক্সনসহ আরও কয়েকজনের সুপারিশে কিছু ব্যক্তিকে বিএনপিতে আনার বিষয়টি দৃশ্যমান হয়েছে।”

আরেকজন বিএনপি কর্মী অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের লেনদেনের ভাগবাটোয়ারা নিয়ে ব্যবস্থা করা হয়েছে”—যা এখন ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করেছেন।

স্থানীয় বিএনপিতে উত্তেজনা বিরাজ করছে : অনেকেই মনে করছেন, পূর্ণবাসন অনুষ্ঠানে আওয়ামী লীগ–ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্তি ইউনিয়ন বিএনপির ভেতরে চাপা ক্ষোভ, উত্তেজনা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। এতে ভবিষ্যতে সাংগঠনিক অবস্থানে প্রভাব ফেলতে পারে বলে মত স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।