বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোর জেলার বড়াইগ্রাম থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গোলাম সারওয়ার 

নাটোর প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোর জেলার ৭ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার মোঃ গোলাম সারওয়ার হোসেন। গত মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার সভাকক্ষে বড়াইগ্রাম থানার ওসি’র হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, সকল থানা অফিসার ইনচার্জ (ওসি) সহ সিআইডি নাটোর প্রতিনিধি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, গোলাম সারওয়ার হোসেনকে পেশাগত কর্ম-দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ সন্মাননা পুরষ্কার দেয়া হয়। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অনন্য অবদানের জন্য, জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিরলস চালু রাখা সহ তার বিভিন্ন কর্মতৎপরতা বিবেচনা করে তাকে পুরষ্কৃত করা হয়।

পুলিশ সুপার, নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি নাটোর জেলায় চাঁদাবাজি রোধ, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি-দসু্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।