শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইল থানার গনধর্ষণ মামলার মূল ধর্ষককে ত্রিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৪

মকবুল হোসেন
নভেম্বর ৩০, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায় গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ মামলার মূল ধর্ষক শামীম রাইহান (২৮) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায় , ভিকটিম(৩৭) এর স্বামী ঘটনার ০১ বছর পূর্বে অসুস্থজনিত কারণে মৃত্যূ বরণ করেন। তার দশ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি গাজীপুর মাওনা এলাকায় তৈরি পোশাক কারখানায় চাকুরি করেন। সেই সুবাদে এজাহার নামীয় ০১ নং ধর্ষক মোঃ এনামুল সরদার(৪০), জেলা-ময়মনসিংহের সাথে পরিচয় হয়। উক্ত ০১ নং ধর্ষক ভিকটিমের নিকট থেকে ১১,০০০/-টাকা ধার নেন এবং টাকা ফেরত দিবে বলে বাড়িতে যেতে বলেন। ভিকটিম সরল বিশ্বাসে ০১ নং ধর্ষকের কথামতো গত ২৫ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২২:০৫ ঘটিকায় ০১ নং ধর্ষকের বাড়ির নিকট পৌঁছায়। ওই সময় মেইন ধর্ষক ০৩ নং ধর্ষককে তার অটোরিক্সাসহ ভিকটিমের নিকট পাঠায় এবং ০১নং ধর্ষকের কথামতো পাঠানো অটোরিক্সায় যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ধর্ষকরা কৌশলে ভিকটিমকে কলাবাগানে জোরপুর্বক নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে ধর্ষকরা পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের নিকট থাকা নগদ ৩,০০০/-টাকা এবং ব্যবহৃত এন্ড্রোয়েড মোবাইল ফোন চুরি করে নেয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষকদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় গণধর্ষণ মামলা করেন। যার মামলা নং-২০, তারিখ-২৬ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) তৎসহ ৩৭৯ পেনাল কোড। উক্ত মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতার করতে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে,ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত ধর্ষক শামীম রাইহান(২৮) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ ৩০ নভেম্বর রোববার ২০২৫খ্রিঃ রাত আনুমানিক ০০:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাজিরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলগতভাবে ধর্ষণ মামলার ধর্ষক শামীম রাইহান(২৮), জেলা-ময়মনসিংকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয় টি গণমাধ্যম কে নিশ্চিত করে বলেন, ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।