বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের বহনকৃত অস্ত্রের গুলিতে প্রাণ গেল বিজিবি সদস্যের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নাসির উদ্দিন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে নাসির উদ্দিন (২৩) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিজিবির সিপাহী নাসির উদ্দিন ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সীমান্তে নিয়মিত টহলে যাওয়ার জন্য ইউনির্ফম পরে নিজ নামে ইস্যুকৃত অস্ত্র-গুলিসহ প্রস্তুত হন নাসির। এরপর তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের সীমানার ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি চালান। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বায়োজিদ হাসান জানান, গংগারহাট বিওপি ক্যাম্প থেকে এক বিজিবি সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান।

কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।