সাগুফতা বুশরা মিশমা। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দল ও জোটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মিশমা জানান, জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি পর্যন্ত দেড় বছরের বেশি সময় ধরে তিনি দলের জন্য কাজ করেছেন। এই সময় তাঁর কাজের কেন্দ্র ছিল চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষের কাছে যাওয়ার জন্য এবং নগরীকে ধারণ করার জন্য শুরু থেকেই তিনি কাজ করে গেছেন।
চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করার পর মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া, ভালোবাসা ও দোয়া পেয়েছেন উল্লেখ করে মিশমা বলেন, এতে তাঁর কর্মস্পৃহা আরও বেড়ে গিয়েছিল। তবে দল জোটে যাওয়ায় আসনভিত্তিক যে সিদ্ধান্ত এসেছে, সেটি তিনি চূড়ান্তভাবে মেনে নিয়েছেন।
মিশমা বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও চট্টগ্রাম নিয়ে তাঁর কাজ থেমে থাকবে না। বরং আসনভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই পুরো চট্টগ্রামজুড়ে আগের মতো কাজ করার সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে চট্টগ্রামের মানুষের জন্য যেকোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মিশমা আরও বলেন, ‘শুধু একটি আসন নয়, চট্টগ্রামের প্রতিটি আসনের জন্য আমরা একসঙ্গে কাজ করব।’ এজন্য তিনি সবার সহযোগিতা, দোয়া ও শুভকামনা কামনা করেন।
