মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেমা ও হালিশহরের প্রদর্শনী ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

৮ অক্টোবর (চট্টগ্রাম) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধন কৃত একাডেমি সমূহের মধ্যে ক্রীড়া চর্চার সেতু বন্ধন তৈরির লক্ষ্যে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এতে নীল জার্সির- আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি ও সাদা সবুজ জার্সির দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চট্টগ্রাম অংশ গ্রহণ করে।

বুধবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পুর্ণাঙ্গ ম্যাচটিতে প্রচুর সংখ্যক দশর্ক খেলা উপভোগ করেছেন।

ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে ৬০ মিনিটের ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। বিশেষ করে হালিশহরের সায়েম, কিপার নেছারুল ও শাহাদাত এবং নেমার ৩০ ও ৪৭ নং জার্সির খেলোয়াড় পরিচ্ছন্ন ফুটবল খেলেছেন।

খেলার শুরু উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন সাবেক জেলা দলের খেলোয়াড় ও বর্তমানে সহকারী কোচ মোঃ নেজামত উদ্দিন নেজাম।

এসময় সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,নেমা ফুটবল একাডেমির কর্মকর্তা মোঃ সেলিম হোসাইন, দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার ,সহকারী রেফারি মোঃ ইশতিয়াক হোসেন, শাখাওয়াত হোসেন ও সাঈদী।

সাবেক ফুটবলার ও কোচ নেজামত কে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার গণ ফুলেল শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।