বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ অধিদপ্তরের হয়রানি বন্ধে ময়মনসিংহ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত 

মকবুল হোসেন
নভেম্বর ২৫, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এর হয়রানি বন্ধে মালিক সমিতির উদ্যোগে ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫নভেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের, মালিক, চিকিৎসক ও কর্মচারী গন অংশগ্রহণ করেন। নগরীর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিকদের হয়রানি বন্ধ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজিকরণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত প্রদানের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রান্ত হাসপাতালের কর্ণধার মুনসুর আলম চন্দন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল ও ক্লিনিক গুলো মানুষের জীবন রক্ষার সেবা দিয়ে থাকেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর প্রতি সহযোগিতা বাড়াতে এবং সরকারি সংস্থা গুলোর সঙ্গে সম্মিলিত কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান। তাই হয়রানি বন্ধ করে দ্রুত ছাড়পত্র ও লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।