শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরেনসিক সাইকোলজি-বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ক্র্যাব মিলনায়তনে ফরেনসিক সাইকোলজি-বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত

ফরেনসিক সাইকোলজি হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে অপরাধ, অপরাধী এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে মানুষের মানসিক আচরণ বিশ্লেষণ করা হয়। যার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বডি ল্যাংগুয়েজে মনোবৈজ্ঞানিক বিশ্লেষন। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

সোমবার (১৫ ডিসেম্বর) ক্র্যাব মিলনায়তনের তৃতীয় তলায় ক্র্যাবের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) ও র্যার্পিড সলিউশান বিডির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বর্তমানে বড় অপরাধ, খুন, ধর্ষণ, সিরিয়াল অপরাধ কিংবা জঙ্গিবাদের ঘটনায় ফরেনসিক সাইকোলজির ভূমিকা দিন দিন বাড়ছে। যেকোনো চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীর বাচনভঙ্গি, মাথায় কী চলছে, কেন অপরাধ করলো, সত্য বলছে কিনা, এসব বোঝার উপায় তুলে ধরা হয় এই প্রশিক্ষণ কর্মশালায়।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ফরেনসিক সাইকোলজির নানা দিক উদাহরণসহ তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) এর পরিচালক পিএইচডি গবেষক মো. মিরাজ হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং র্যাপিড সলিউশান বিডির সিইও সোহাগ বিন সাইফুল্লাহ।

সাংবাদিকদের কেন ফরেনসিক সাইকোলজি জানা জরুরি তা তুলে ধরে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, অপরাধের পেছনের কারণ ব্যাখ্যা, অপরাধীর আচরণ নিয়ে ভুল ধারণা এড়ানো ও সংবাদে অপরাধীর মানসিক বিশ্লেষণ তুলে আনার কৌশল শেখাতেই এ প্রশিক্ষণের আয়োজন। কার্যকরী এই প্রশিক্ষণ থেকে আশাকরি অপরাধ বিষয়ক রিপোর্টাররা উপকৃত হবেন।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, অপরাধীর আচরণ পর্যবেক্ষণ, অপরাধের পর অনুশোচনার অভাব, নির্দয় বা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা আচরণ, বারবার একই ধরনের অপরাধের চেষ্টা, সমাজের নিয়ম ভাঙাকে তুচ্ছ করা পেশাদার অপরাধীর মনস্তাত্ত্বিক অবস্থা সাংবাদিকদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আজকের প্রশিক্ষণে স্পষ্ট উঠে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।