বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৭ আসনে খালেদা জিয়া এবং বগুড়া-৬ এ তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল

বগুড়া জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল। ছবি-সমতল মাতৃভূমি

বগুড়া-৭ ও ৬ আসনে যথাক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে তাদের মনোনয়নপত্র দাখিল করা হয়।

অঅবগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে নির্বাচন করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করা হয়েছে।

অসোমবার বিকেল সোয়া ৩টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নিকট মনোনয়ন দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

মনোনয়নপত্র দাখিল শেষে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমরা বিপুলভোটে ম্যাডামকে বিজয়ী করতে চাই। সাধারণ মানুষ তাকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন।

অপরদিকে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মনোনয়নপত্র দাখিল করা হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন আমাদের নেতা তারেক রহমান অচিরেই বগুড়ায় আসবেন এবং ভোটের ক্যাম্পেইন শুরু করবেন। তাকে আমরা সর্বোচ্চ ভোট উপহার দিতে চাই বগুড়া-৬ আসন থেকে।অঅ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।