শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকার সুযোগে ইয়াবা পাচার করছিল যুবক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে বাঁশখালীতে বিজয় দিবসে প্রশাসনের ব্যস্ততা চলছিল। এই ফাঁকে ইয়াবা পাচার করছিল এক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬) ডিসেম্বর ভোরে উপজেলার গুনাগরী বাঁশখালী সাতকানিয়া রোডের মুখে কাটাবন নামীয় ফাস্টফুডের দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক হলেন বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকার মো. শাহাদাত রশিদের ছেলে সাইফুল ইসলাম (২৪)।

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।