ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির এ শকুনটি। এ খবর ছড়িয়ে পড়লে একে দেখতে ভিড় জমে যায় -সমতল মাতৃভূমি
ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকা থেকে এটিকে উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে শকুনটিকে দেখতে ভিড় জমে যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল রহমান কনক জানান, শকুনটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এর বয়সও বেশি। এ কারণে উড়তে পারছিল না। একে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসাইন জানান, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। সেখান থেকে লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
