”বুক পাঁজরে তীব্র ঝড়” কবি তাছলিমা আক্তার মুক্তা: ছবি সংগৃহীত
চোখের পাতায় জমলো পানি
বুক পাঁজরে তীব্র ঝড় ,
অজানা এক হাহাকারে
শূন্য এখন হৃদয় ঘর ।
দেখলোনা সে ঝড়ের গতি
বুঝলোনা সে ব্যথা ,
স্বপ্ন ভাঙার নিদারুণ শোক
হৃদয় পটে গাঁথা ।
হায়রে প্রেমিক অবুঝ প্রেম
আর কবে তুই বুঝবি ,
জীবন থেকে হারিয়ে আমায়
তখন ঠিকই খুঁজবি।
তখন তো আর ফিরবোনা রে
চাইবো না আর সুখ ,
কোটি লোকের ভীড়ের মাঝে
পাবে না এই মুখ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
