শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় বিএনপির সাবেক এমপি কারাগারে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

শাহ শহীদ সারোয়ার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ এ আদেশ দেন।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এমপি হন শাহ শহীদ সারোয়ার। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সে সময় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, শাহ শহীদ সারোয়ার আজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনা করে জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. মোস্তাসিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালতের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা মো. আমীর হোসেন বাদী হয়ে ময়মনসিংহের আদালতে মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানায় মামলাটি নিয়মিত এজাহার (এফআইআর) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আসামিরা ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। ওই হামলায় বাদী আমীর হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বলে এজাহারে দাবি করা হয়েছে। মামলার পর থেকেই শাহ শহীদ সারোয়ারসহ অন্য আসামিরা পলাতক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।