শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধীর সাবেক দুই ছাত্র নেতা বিক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনির শিকার

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা ও আরিয়ান ইসলাম

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রনেতারা হলেন- সোহেল রানা ও আরিয়ান ইসলাম কাইয়ুম। সোহেল রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক। আরিয়ান ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চর কমলাপুর এলাকায় হেযবুত তাওহীদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের ইমাম মোহাম্মদ হোসাইন সেলিমের বক্তব্য মাইকে প্রচার করছিল। এসময় ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি তাতে বাধা দিলে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বাধাদানকারীরা সোহেল ও আরিয়ানকে ঘটনাস্থলে ডেকে নেয়। তখন আবারও হেযবুত তাওহীদের সদস্যদের তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সোহেল ও আরিয়ান আহত হন।

হেযবুত তাওহীদের ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের ইমামের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। এসময় আমাদের ওপর হামলা করা হলে সংঘর্ষের ঘটনা ঘটে।’ তিনি শঙ্কা প্রকাশ করে আরও বলেন, এনসিপি তাদের অফিসে হামলা করতে পারে।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র কাজী জেবা তাহসিন বলেন, ‘দুই ছাত্রনেতার ওপর হামলা করেছে হেযবুত তাওহীদ। এটি একটি নিষিদ্ধ সংগঠন।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই দলের সদস্যরা ফিরে এলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।