বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোজাম্মেল হক। সংগৃহীত ছবি

রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসির এক কর্মকর্তা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ওই কর্মকর্তার নাম মোজাম্মেল হক (৩৫)। তিনি ব্যাংকটির গুলশান-১ শাখায় অ্যাসোসিয়েট রিলেশনশীপ ম্যানেজার হিসেবে কর্মরত।

নিখোঁজ মোজাম্মেল হকের পিতা নিয়াজুল আলম জানান, গতকাল (১৭ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে মোজাম্মেল শান্তিনগরের চামেলীবাগ এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। সে সময় তার মোবাইল ফোনে চার্জ না থাকায় স্ত্রীকে জানিয়ে যান যে, অফিসে পৌঁছে ফোন চার্জ দিয়ে কল করবেন।

তবে সকাল গড়িয়ে দুপুর হলেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আনুমানিক বেলা ১১টার দিকে মোজাম্মেল হকের অফিস থেকে তার এক সিনিয়র কর্মকর্তা জানান, সেদিন অফিসে উপস্থিত হননি মোজাম্মেল।

পরবর্তীতে তার ব্যবহৃত আইফোনের দুটি আইএমই নম্বর ট্র্যাক করার চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। খোঁজ করে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পল্টন থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ১১৭৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।