ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০গ্রাম গাজা ও ৫৭৮০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের, সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার কোতোয়ালী মডেল থানাধীন সিরতা ইউপি- চরখরিচা পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোছাঃ সবিতা বেগম (৫০) আটক করে। আটককৃত নারীর হেফাজতে থাকা ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৭৮০ টাকা উদ্ধার করে। আটককৃত সবিতা ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরখরিচা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। কোতয়ালী থানার ওসি সমতল মাতৃভূমি’কে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামি কে আদালতে চালান করা হবে।
