ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল জুয়াড় আস্তানায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ির একজন সক্রিয় সদস্যকে আটক করেছেন। আটককৃত ব্যক্তি হলেন মাহফুজুর রহমান(৩০)।
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪,এর একটি চৌকস আভিযানিক দল মোবাইল ফোনে পোর্টাল এবং আ্যাপস এর মাধ্যমে অনলাইন জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে ৩১ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ২২২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বিদ্যানন্দ বদন ফকির মোড়স্থ ধৃত আসামি মাহফুজুর রহমান এর ইলেকট্রিক সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমান(৩০), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনমনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমান(৩০) এর হেফাজত হতে জুয়া খেলার বিভিন্ন আ্যপস সম্বলিত ০২ টি অ্যান্ড্রোয়েড মোবাইল, অনলাইন জুয়া খেলার টাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস(বিকাশ, নগদ ও রকেট) ব্যবহৃত ০১ টি বাটন মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামত সহ হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ র্যাব -১৪ মিডিয়া সেল কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের ঘটনা সত্যতা সমতল মাতৃভূমি’কে নিশ্চিত করেছেন।
