শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর কদমতলীতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক পাপ্পু শেখ (২৭) নিহত হয়েছেন। এ সময় আরেক মাদক কারবারি বাপ্পাকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্ব-জুরাইন গ্যাস রোড কানা জব্বার মোড় এ ঘটনা ঘটেছে।

নিহত পাপ্পু মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের মন্টু শেখের ছেলে। সে জুরাইন মিষ্টির দোকান গলিতে পরিবার নিয়ে থাকত।

জানা যায়, বাপ্পারাজ ও কালু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে সোমবার দু’গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়। এ সময় বাপ্পারাজ পাপ্পুকে গুলিবিদ্ধ করে। বাপ্পাকেও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়।

এ বিষয়ে নিহতের ছোট ভাই হৃদয় শেখ জানিয়েছেন, জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে মাদক কারবারি বাপ্পা তার লোকজন নিয়ে পাপ্পুকে গুলি করেছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টায় মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী জানিয়েছেন, সন্ধ্যার দিকে কে বা কারা ফোন দিয়েছিল। পরে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে শুনি তাকে গুলি করা হয়েছে। হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।

কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব সমতল মাতৃভূমি’কে বলেন, কালু ও বাপ্পা গ্রুপের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে দ্বন্ধ চলে আসছে। সোমবার সন্ধ্যায় বাপ্পা ও পাপ্পু শেখদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাপ্পা পাপ্পুকে গুলি করে এবং বাপ্পাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ পাপ্পু শেখ মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।