বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অভিযান চালিয়ে বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন ১ জনকে আটক করেছে

মাহিদুল ইসলাম ফরহাদ 
নভেম্বর ৬, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ বিওপির ১টি বিশেষ দল পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ ১ জনকে আটক করেছে।

বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ১ টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক দুই কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। এছাড়াও অপর অভিযানে অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় একই বিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে একশত গজ পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল একজন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটককৃত আসামী উপজেলার চরদৌলতপুর গ্রামে মৃত গাউস উদ্দিনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৯)। আসামীর কাছ থেকে জব্দকৃত ১০৭ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি মোটরসাইকেলসহ (HERO HF- DELUXE 100 CC) আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। অন্যদিকে আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। আটককৃত ব্যক্তি কে ইয়াবাসহ আসামী মামলা রুজু করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।