শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের মিঠামইনে মো. খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্ৰামে ওই যুবককে পিটিয়ে মারাত্মক আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত মো. খোকন তেলিখাই গ্ৰামের মো. আক্কেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তেলিখাই গ্ৰামের কুদ্দুস মিয়ার পরিবার ও খোকনের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার ৪-৫ পূর্বে খোকন তার ভাবি কুদ্দুস মিয়ার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। এর জেরে কুদ্দুস মিয়ার ছেলে জিয়াউর রহমানসহ অন্যান্যরা সকালে তেলিখাই সড়কের পাশের রাস্তায় খোকনকে পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

মিঠামইন থানার এসআই অর্পণ বিশ্বাস সমকালকে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

থানার ওসি মো. লিয়াকত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।