রাজধানীর মিরপুরের পল্লবী থেকে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে মিরপুর সেকশন-১১ নম্বরের পরিত্যক্ত সিটি করপোরেশনের ছয় তলা ভবনের তৃতীয় তলা থেকে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পল্লবী থানার উপপরিদর্শক আসিবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে আমাদের একটি দল সেখানে অভিযান চালায়। পরিত্যক্ত ভবনটির ৩য় তলায় বিশেষ কায়দায় রাখা অস্ত্রগুলো আমরা পাই। অস্ত্রের সঙ্গে একটি চাপাতিও জব্দ করি।
তিনি বলেন, অস্ত্রগুলো কাদের, কী কারণে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
