বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

যশোর জেলা প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় যশোরে রণজিত কুমার দাস (৪৯) ও পাপিয়া দাস (৪০) নামে এক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের ঝিকরগাছা-মণিরামপুর সড়কের বাকোশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণজিত কুমার দাস মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে। নিহত রণজিতের ভাই জীবন কুমার দাস জানান, তার ভাই কলেজশিক্ষক, আর বৌদি স্বাস্থ্যকর্মী। কর্মস্থল ঝিকরগাছা থেকে তারা দুইজন নিজস্ব মোটরসাইকেলে মণিরামপুরে ফিরছিলেন। পথে উপজেলার বাকোশপুর বাজারে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডা. বিচিত্র মল্লিক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।