বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী গুলশান এলাকায় পিস্তল-গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল সিকদার ওরফে কিলার রাসেল ও মো. মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)। তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোনও জব্দ করা হয়।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় পালানোর চেষ্টা করেন রাসেল ও মহিউদ্দিন। তাদের আটক করে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তারা অস্ত্র-গুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।