মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন
রাজধানীতে অবৈধ আইফোন তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিক কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবির) একটি চৌকস দল। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশের মাধ্যমে রাজধানীতে তৈরি হচ্ছিল ভুয়া আইফোন। অবৈধ সংযোজন কারখানায় তৈরি এসব ফোন স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। আর এই প্রতারণা চক্র পরিচালনা করছিলেন তিনজন চীনা নাগরিক। গতকাল ৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন ও আইফোনের যন্ত্রাংশ ও ফোন তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ৭ জানুয়ারি গোপন তথ্যের ভিত্তিতে ডিবি উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় অভিযান চালায়। এ সময় উত্তরা থেকে ৫৮টি ফোনসহ একজন এবং নিকুঞ্জ-১ থেকে মোট ৩০৫টি ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। অভিযানে অবৈধ আইফোনের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ, সংযোজনের সরঞ্জাম এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
উপকমিশনার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। ওই ল্যাবে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে ছাড়া হতো।
তিনি জানান, প্রায় দেড় বছর ধরে এই চক্রটি এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ সময়ে তারা বিপুল পরিমাণ ভুয়া মোবাইল ফোন বাজারে সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে বাংলাদেশি কয়েকজনের নাম পাওয়া গেছে।
