বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের উইকেট উদযাপন।

অল্প রানের লড়াইয়ে শেষ ওভারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শেখ মেহেদীর ফিনিশিংয়ে ৩ বল থাকতে ৬ উইকেটের জয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে স্পন্সরের অভাবে বিসিবির হাতে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়া চট্টগ্রাম।

মঙ্গলবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বোলিংয়ে নেমে রাজশাহীকে ১৩৩ রানে অলআউট করে দেয় চট্টগ্রাম। রাজশাহীর হয়ে ওপেনার তানজিদ তামিম ৩৭ বলে ৪১ রান করেন। শাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন।

৩০ রানের ওপেনিং জুটি পাওয়া রাজশাহী পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। ইনিংসের শেষ বলে অলআউট হয়ে যায় দলটি। রাজশাহীর হয়ে ১৫ বলে ৩২ রান করে পেসার আব্দুল গাফ্ফার সাকলাইন লড়াই করার পুঁজি এনে দেন।

জবাব দিতে নেমে ধীর ব্যাটিংয়ে ১১.৩ ওভারে চট্টগ্রামকে ৬৪ রানের ওপেনিং জুটি এনে দেন নাঈম শেখ ও রিফাত বেগ। নাঈম ৩৮ বলে ৩০ রান করে আউট হন। তিনটি চারের শট মারেন। রিফাত ৪৭ বলে ৪৫ রান করেন। তিনে নামা হাসান নওয়াজ ১৪ বলে ২০ রান যোগ করেন।

টপ অর্ডারে ধীরে রান ওঠায় শেষ দিকে ম্যাচ কিছুটা কঠিন হয়ে যায় চট্টগ্রামের জন্য। শেষ দুই ওভারে ১৯ রান দরকার ছিল বিসিবির দল চট্টগ্রামের। অধিনায়ক শেখ মেহেদী ৯ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তিনি ১৯তম ওভারে ও শেষ ওভারে দারুণ দুই ছক্কা মারেন।

ম্যাচ সেরা মেহেদী বল হাতেও ছিলেন দারুণ। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া চট্টগ্রামের পেসার শরিফুল ৪ ওভারে মাত্র ১৬ রান খরচা করে ১ উইকেট নেন। পাকিস্তানের পেসার আমের জামাল ৩ ওভারে ২৭ রান খরচায় নেন ২ উইকেট। মুকিদুল মুগ্ধ, তানভীর ইসলাম ও রিফাত বেগ একটি করে উইকেট নেন। রাজশাহীর সাকলাইন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে। সিলেট এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল রাজশাহী ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে। ম্যাচটি সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।