বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিশাদের ৩ উইকেটে হোবার্টের জয়

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিগ ব্যাশে টানা দুই ম্যাচ উইকেটের দেখা পাননি। সেই খরা কাটালেন রাজকীয়ভাবে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বল হাতে জ্বলে উঠে বিগ ব্যাশে নিজের সেরা বোলিং ফিগার গড়লেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগস্পিনারের ঘূর্ণিজাদুতে ৩৭ রানের দারুণ জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স।

হোবার্টের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে নেমে রিশাদের তোপে ১৪১ রানেই গুটিয়ে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। ৪ ওভার বল করে ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রিশাদ।

ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই সাফল্য পান রিশাদ। নিজের প্রথম ওভারে ১০ রান দিয়ে তুলে নেন মানেন্টির উইকেট। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান জেমি ওভারটনকে। প্রথম দুই ওভারে কিছুটা খরুচে হলেও শেষের দুই ওভারে ছিলেন বেশ হিসেবি। শেষ স্পেলে মাত্র ৫ রান দিয়ে লুক উডকে আউট করে নিজের কোটা পূর্ণ করেন।

ম্যাচ শেষে রিশাদের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন হোবার্ট অধিনায়ক নাথান এলিস। তিনি বলেন, ‘আমরা ব্যাটিংয়ে ২৫-৩০ রান কম করেছিলাম। জয়ের জন্য বোলারদের দিকেই তাকিয়ে ছিলাম। স্পিনারদের কৃতিত্ব দিতেই হবে, তারা এই বছর দুর্দান্ত করছে। রিশাদ ও রেহান আহমেদ দুজনই বিশ্বমানের। টুর্নামেন্টে রিশাদকে পাওয়া আমাদের জন্য বড় ইতিবাচক দিক। সে আজ দারুণ বোলিং করেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।