শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ছকিনা বেগম নামের নারীকে কুপিয়ে হত্যা ঘটনায় তার স্বজনদের আহাজারি। ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময় বাধা দেওয়া বা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড কিনা সেটা তদন্ত করছে পুলিশ।

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। পরে ঘরের ভেতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, পূর্ব শক্রতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেটাও তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।