শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক সমাবেশে বক্তারা, চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধ করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করতে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার নগরের প্রবর্তক মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে এমন হুঁশিয়ারি দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রামের নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরেও সরকারের যদি বোধোদয় না হয়, তাহলে আরও জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিক ও সচেতন জনগণ কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন হতে দেবে না।

এ সময় তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করা এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবি জানানো হয়। এই দাবিতে শুক্রবার নগরের সাগরিকাতে শ্রমিক-জনসভা সফল করার আহ্বান জানান নেতারা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন- বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরী সভাপতি শামসুর রহমান স্বপন ও সেলিম উদ্দিন।

সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলি-সাগরিকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস প্রমুখ।

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজিরদেউরীতে এসে শেষ হয়। একই দাবিতে এদিন সন্ধ্যায় নগরের হালিশহর এলাকার বিদ্যুৎ অফিসের সামনে মশাল মিছিল বের করে বন্দর রক্ষা পরিপরিষদের নেতাকর্মীরা। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।