বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণকারী বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসানুল হিরনকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা। শনিবার রাতে তাকে গ্রেফতারের পর রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত হিরন বালিপাড়া ইউনিয়নের ডা. নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর এহসানুল হিরন এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন। এরপর ৫ আগস্ট থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় জনতা দেখতে পেয়ে আটক করেন। প্রথমে তারা হিরনকে মিষ্টি খাওয়ায়, পরে তাকে মারধর দিলে ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিরন নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে ঘোষেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একাধিক মামলা রয়েছে। রোববার জেলা আদালতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।