শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪

মকবুল হোসেন
ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪কর্তৃক নাহিদ হোসেন ওরফে পাপ্পু নামের এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ১৮:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া সরকারী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-১০৮(১১)১৮, জিআর নং-১৩৭৭/১৮, প্রসেস নং-১৬৫/২৩, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্ররণ আইনের ১৯(৯) টেবিল ৯(ক) মোতাবেক ০১ (এক) বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাহিদ হোসেন ওরফে পাপ্পু (৪০), পিতা-মোয়াজ্জেম হোসেন, সাং-আকুয়া লিচু বাগান, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।র‍্যাব ১৪ মিডিয়া সেন্টার প্রেস রিলিজের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।