শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিঞ্জের সুচ ঢুকিয়ে যুবকের ২ চোখ নষ্ট করে দিল দুর্বৃত্তরা, বিচার দাবি

যশোর জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় তুষার শেখ নামের এক যুবককে তুলে নিয়ে চোখে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে অন্ধ করে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া দুই মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে তুষারের স্ত্রী রোকেয়া বেগম ও তার মা কুলসুম বেগম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে।

তুষার অভিযোগ করেন, ১৩ নভেম্বর রাতে নওয়াগ্রামে তাকে অমানবিক নির্যাতন করা হয়। এরপর ২২ নভেম্বর লোহাগড়ার বৌবাজার থেকে জোরপূর্বক তুলে নিয়ে আবারও নির্যাতন চালানো হয়। দুর্বৃত্তরা তার চোখে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে দেয় ও টাকা-মোবাইল ছিনিয়ে নেয়। পরে চিকিৎসকরা জানান, তুষার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

ঘটনার পর ১৬ নভেম্বর ও ১ ডিসেম্বর তার স্ত্রী আদালতে দুইটি মামলা করেন। তবে আসামিরা এখনো আটক হয়নি বলে অভিযোগ পরিবারের।

মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই আমিরুজ্জামান বলেন, আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।