শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

উদ্ধার হওয়া শামুক ও ঝিনুক। ছবি: সমতল মাতৃভূমি

সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম সুন্দরবন সংলগ্ন মোহসিনের হুলো এলাকা থেকে আট বস্তা শামুক ও ঝিনুক উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসীন সাহেবের হুলো এলাকা থেকে এই শামুক ও ঝিনুক উদ্ধার করা হয়।

এর আগে বনবিভাগের অভিযানের খবরে চোরাকারবারীরা আটটি বস্তা শামুক ও ঝিনুক পাউবোর উপকুল রক্ষা বাঁধের পাশে ফেলে চলে যায়। আজ বুধবার সকালে বনকর্মীরা উদ্ধার হওয়া শামুক ও ঝিনুক সুন্দরবনের খোলপেটুয়া নদীতে অবমুক্ত করেন।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, শামুক ও ঝিনুক সুন্দরবনের জীব-বৈচিত্র্যের অংশ। তাছাড়া এসব শামুক ও ঝিনুক সুন্দরবনে বসবাসকারী জীব-জন্তুর তথা প্রাণ ও প্রকৃতির খাদ্য শৃঙ্খলের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি কিছু চোরাকারবারী এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে। নিয়মিত টহলে থাকা বনকর্মীরা মঙ্গলবার রাতে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করে। অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। আজ সকালে উদ্ধার হওয়া শামুক ও ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।