ডেমরায় বিএনপির বিক্ষোভ। ছবি: সমতল মাতৃভূমি
‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ স্লোগানে রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছেন থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে বিক্ষোভ মিছিলটি স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া এবং সারুলিয়া এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলপরবর্তী এক পথসভায় এসএম রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠন সারা দেশে লকডাউন ঘোষণা দিলেও লাভ নেই। যে কোনো মূল্যে ডেমরা থানা বিএনপি তা প্রতিহত করবে। নেতারা বলেন, যে কোনো সময়ে যে কোনো এলাকায় চোরাগোপ্তা হামলা চালাতে পারে। তাদের এসব রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ঢাকা-৫ আসনে তারেক রহমানের মনোনীত ধানের শীষের কাণ্ডারি নবী উল্লাহ নবী ভাইয়ের নির্দেশে ডেমরা থানা বিএনপি সদা প্রস্তুত রয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির কোনো কর্মী বসে থাকবে না। ডেমরা থানা এলাকার প্রতিটি পাড়া-মহল্লায়, অলিগলিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আমরা ডেমরা এলাকায় আওয়ামী হায়েনাদের দাঁড়াতে দেব না।
এ সময় উপস্থিত ছিলেন- ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কবির খান, হাজী হযরত আলী, মো. খোরশেদ আলম, মো.ওয়াহিদ উল্লাহ (ওয়াহিদ) মনির খান, মো. মনির হোসেন। ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত আকবর, থানা যুবদলের অন্যতম নেতা রফিকুল ইসলাম রফিক, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ বিন ইয়াহিয়া, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।
