বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসিনার পতনের পর প্রথম নিজ জেলায় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর এটি তার প্রথম এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবার নিজ জেলায় সফর।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি শনিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং পাবনা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।

পরে দুপুরে পাবনার কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্থান মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন। পরে সার্কিট হাউসে ফিরে বিশ্রাম শেষে সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক (সাবেক জুবিলী ট্যাঙ্ক) সংলগ্ন নিজ বাড়িতে যাবেন।

পরে সার্কিট হাউসে বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পর সার্কিট হাউসে রাতযাপন করবেন। পরদিন রোববার রাষ্ট্রপতি ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।পাবনার কৃতীসন্তান মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনায়। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি পাবনায় রাজনীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় তিনি সাংবাদিকতাও করতেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।