বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২১, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সাত সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে চূড়ান্ত ধাপ।

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে গেজেট প্রকাশ করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

এদিকে অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার থেকে চার দিনব্যাপী কর্মসূচি শুরু করেছেন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের সামনে স্থাপন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘অধ্যাদেশ মঞ্চ’। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে গান, কবিতা, আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে শিক্ষক, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের কাছে অধ্যাদেশ জারির গুরুত্ব তুলে ধরছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছি। এখন খসড়া অধ্যাদেশ চূড়ান্ত হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। আর কোনো বিলম্ব নয়—দ্রুত গেজেট প্রকাশই আমাদের প্রধান দাবি।

জনদুর্ভোগ এড়াতে পূর্বঘোষিত সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত ও সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসে শিক্ষার্থীরা কলেজভিত্তিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। এতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।

ঢাকা কলেজ ছাড়াও কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ যৌথভাবে আলাদা মঞ্চ স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবে। ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ ২১ জানুয়ারি পর্যন্ত সাত কলেজের ক্যাম্পাসে ঘুরবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশ অনুমোদন ও গেজেট প্রকাশ হলে সায়েন্সল্যাব থেকে বিজয় মিছিল বের করা হবে। তবে অনুমোদন বা গেজেট প্রকাশে বিলম্ব কিংবা কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে কঠোর কর্মসূচি হিসেবে যমুনা বা সচিবালয় অভিমুখে বৃহৎ পদযাত্রার ঘোষণা দেওয়া হবে।

এ প্রসঙ্গে আব্দুর রহমান আরও বলেন, ২২ জানুয়ারির মধ্যে অধ্যাদেশ জারি না হলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজকে একীভূত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে পৃথক একাডেমিক কার্যক্রম, পরীক্ষা ব্যবস্থা ও স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।